চিকিৎসকদের প্রচেষ্টায় ঝাড়গ্রাম হাসপাতালে প্রাণ ফিরে পেল মরণাপন্ন শিশু

0
41

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

সাত বছরের ঝালা হাঁসদা। চোখের পাতা আসতে আসতে নেতিয়ে পড়ল। যেন মৃত্যু পথযাত্রী!কি হয়েছে বলতে পারছেন না ঝালার পরিবার। চিকিৎসকরা কি চিকিৎসা করবেন বুঝে উঠতে পারছেন না। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদকের নির্দেশে শিশুটিকে শেষমেষ ভর্তি করা হল সিসিইউতে।

dying child get back his life for physicians
বাম দিকে চিকিৎসক সুদীপ্ত ঢাক ও ডানে রবীন্দ্রনাথ দাশ।সংবাদ চিত্র

সর্বক্ষণ পর্যবেক্ষণ শুরু করেন হাসপাতালের দুই শিশু চিকিৎসক রবীন্দ্রনাথ দাশ ও সুদীপ্ত ঢাক। চিকিৎসকরা বলেন, শিশুটির চোখের পাতা পড়ে গিয়েছিল। একদমই মরনাপন্ন ছিল। সারা শরীর পর্যবেক্ষণ করার পর দেখা যায় বাম কানে দাগ দেখতে পাওয়া যায়। যা কেউটে বা কোবরা জাতীয় বিষধর সাপের দাঁতের দাগ।

আরও পড়ুনঃ নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

শারীরিক অবস্থা দেখে মনে হলেও পরিবার তেমন কিছুই না বলায় চিকিৎসা করা যাচ্ছিল না প্রথমে। বাচ্চাটি এখন একেবারে সুস্থ রয়েছে। ওই শিশুটির বাড়ি বেলিয়াবেড়া থানার শিবানন্দপুর গ্রামে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here