নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শুধু পড়া নয়, এবার মুঠোফোনে হেডফোন লাগিয়ে শুনুন বাংলা গল্প। অর্থাৎ ই-বুক নয়, ই-অডিও বুক। এরকমই আয়োজন নিয়ে হাজির ‘স্টোরিটেল’ অ্যাপ।
এই সময়ে মানুষ যখন ঘরেই কাটাচ্ছে বেশিরভাগ সময় তখনই এমন এক উদ্যোগ নিয়ে হাজির ‘স্টোরিটেল’। তবে, আজ থেকে নয়, বছর তিন আগে থেকেই যাত্রা শুরু করেছে ‘স্টোরিটেল’ অ্যাপ। বাংলায় এই প্রথম।
হিন্দি, ইংরেজি, মারাঠি, তেলুগু, তামিল সহ আরও বেশ কয়েকটি ভাষায় রয়েছে গল্প শোনার উপায়৷ এবার বাংলায় শোনা যাবে শরৎচন্দ্র থেকে শুরু করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত’র লেখা অনবদ্য সব সৃষ্টি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ পাঠ করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত’র লেখা ‘এ বারো ভয়ংকর’ পাঠ করেছেন রজতাভ দত্ত, শমীক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা যাবে ‘পদ্মা নদীর মাঝি’, দেবতোষ দাসের ‘বিন্দু বিসর্গ’ পাঠে অনির্বাণ ভট্টাচার্য। পাওলো কোয়েলহো’র ‘দ্য অ্যালকেমিস্ট’ পাঠ করেছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ অনির্বাণের নগ্ন ভিডিও ভাইরাল, আইনি পথে ‘ঘচাং ফু’র পরিচালক
বাংলার স্বনামধন্য প্রকাশনা সংস্থার সঙ্গে জোট বেঁধেছে ‘স্টোরিটেল’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বাণী বসু, প্রচেত গুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়ের গল্পও মিলবে এই অ্যাপে। আপনিও ডাউনলোড করতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584