নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আগামী ১০ জুন পর্যন্ত টানা স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রাইভেট টিউশন থেকে কোচিং সেন্টার সবই বন্ধ। তাই বিদ্যালয়গুলিতে দশম শ্রেণি পর্যন্ত প্রথম সেমিস্টার আটকে গিয়েছে। তাই শিক্ষাবর্ষ শুরু হতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরস্বতী পূজো, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়।
ফলে পঠন-পাঠন কিছুই হয়নি। তাই বিভিন্ন কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলির পাশাপাশি বেশ কিছু গৃহশিক্ষক ইতিমধ্যেই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছেন। এদিকে লকডাউনের জেরে পড়াশোনা যেন থেমে না থাকে, সেজন্য অনেকেই তৎপর হয়ে উঠেছে।
এদিন রায়গঞ্জ শহর বা আশেপাশের এলাকার স্কুলগুলির মধ্যে কোনটা ইতিমধ্যেই অনলাইনে ছাত্র ছাত্রীদের পড়ানোর কাজ শুরু করে দিয়েছে। আবার কোন স্কুল এখনও বিষয়টি শুরু করতে পারেনি। এছাড়াও কোথাও আবার কিভাবে এ কাজ করা হবে, তা নিয়ে শিক্ষকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করার জায়গাতেই রয়েছে।
আরও পড়ুনঃ কাটোয়ায় করোনামুক্ত হতে ওষুধের দোকানে হাইড্রক্সি ক্লোরোকুইনের চাহিদা ক্রেতাদের
এ ধরনের অনলাইনে ক্লাসের ক্ষেত্রে শিক্ষক এবং পড়ুয়াদের স্মার্টফোন থাকা আবশ্যক বলে মনে করছেন শিক্ষকমহল। তাই গ্রামাঞ্চলের পড়ুয়াদের বাড়িতে প্রত্যেকের স্মার্টফোন না থাকায়, অনেক বিদ্যালয় ইচ্ছা থাকলেও অনলাইনে ক্লাস শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন শিক্ষকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584