পর্যটকদের জন্য ই-সাইকেল পরিষেবা চালু হলো বিষ্ণুপুরে

0
59

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ভ্রমণ প্রিয় বাঙালিদের জন্য সুখবর। ‘মন্দির নগরী’ বিষ্ণুপুর শহরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে উদ্দ্যোগী হয়েছেন জেলাশাসক মানস মণ্ডল।

ecycle service | newsfront.co
বিষ্ণুপুরে চালু ই-সাইকেল পরিষেবা। নিজস্ব চিত্র

বিষ্ণুপুর শহরে বেড়াতে এসে পর্যটকদের যাতে টোটো, অটো, রিক্সা কিংবা অন‍্য কোন ছোট গাড়ির লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে না হয়। সেই জন্যই বিষ্ণুপুরে পর্যটকদের সুবিধার্থে চালু হলো ই- সাইকেল পরিষেবা।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে পালিত হল নবম বার্ষিক বসন্ত উৎসব

এই ‘মন্দির নগরী’ বেড়াতে এসে যাতে পর্যটকরা নিজেই এই সাইকেলে চেপে এক লহমায় ঘুরে নিতে পারে পুরো শহরটা তার জন্যই এই অভিনব ব্যবস্থা চালু করা হয়েছে।

এই সাইকেলটি এমনভাবে তৈরি যে, পর্যটকরা নিজে প্যাডেল করেও চালাতে পারে। আবার ব্যাটারির সাহায‍্যেও চালাতে পারে এই সাইকেল।

যেসব পরিবেশপ্রেমী পর্যটকরা নিজেদের একান্তে জঙ্গলের খোলা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য যেমন চালু হয়েছে “হ্যামক”। তেমনই এলাকার কুটিরশিল্প বিপণনের জন্য প্রতি শনিবার করে পোড়ামাটির হাট বসছে এখানে।

এছাড়াও, লালবাঁধের জলে নৌকা বিহার, বালুচরি শাড়ির হাটসহ সঙ্গীত সম্মেলন ইত্যাদির তালিকায় সংযোজিত হল এই ই-সাইকেল পরিষেবা। নয়া এই পরিষেবা চালু করতে পেরে বেশ খুশি জেলাশাসক মানস মণ্ডল।

এ বিষয় তিনি বলেন, পর্যটকদের কথা ভেবেই ই-সাইকেল পরিষেবা চালু করা হয়েছে। এক্ষেত্রে যথেষ্ট কর্ম সংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি। জেলাশাসকের এই অভিনব ভাবনায় যথেষ্ট খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here