লকডাউনে পড়াশোনায় জোর দিতে ই-লার্নিং পদ্ধতিতে পঠন-পাঠন শুরু পড়ুয়াদের

0
162

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

করোনা সংকটের জেরে লকডাউনের অনেক আগেই পড়ুয়াদের সুরক্ষার্থে বিদ্যালয় বন্ধ রাখা হয়। কিন্তু আউসগ্রামে ইতিমধ্যেই পিপিডি উচ্চ বিদ্যালয় ই-লার্নিং পদ্ধতিতে শুরু করেছে পড়ুয়াদের পঠন-পাঠন। প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর এবং বৃত্তিমূলক শাখার জন্য এই পদ্ধতিতে পড়াশোনা চলছে।

e learning | newsfront.co
প্রতীকী ছবি

যদিও সকলের প্রশ্ন কিভাবে হচ্ছে এই পদ্ধতি পঠন পাঠন? তবে এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন মাইতি জানান, ‘লকডাউনের জেরে বিদ্যালয় বন্ধ। তাই পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে আগ্রহ না হারিয়ে ফেলে, সে জন্য শিক্ষক-শিক্ষিকারা এই বিষয়ে উদ্যোগী হয়েছেন।

আরও পড়ুনঃ  করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো স্টেট ব্যাংক অফ্ ইণ্ডিয়া

তাঁরা বাড়িতে বসেই ক্লাস ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় স্কুলের নিজস্ব পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। পড়ুয়ারা সেখান থেকে নিজেদের পাঠ বুঝে নিতে পারছে এবং কোন প্রশ্ন থাকলে শিক্ষক মহাশয়কে সরাসরি ফোনে বা কমেন্ট বক্সে গিয়ে তাদের প্রশ্ন করছে’।

একই সাথে বাড়িতে বসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই ক্লাসগুলো বিশেষ কাজে লাগবে বলে মত পড়ুয়াদের। তবে বিদ্যালয়ে পড়ুয়াদের অভিভাবকরা স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here