ওয়েবডেস্কঃ-
ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া। কমপক্ষে ৫০ জনের প্রাণ কেড়ে নিল এই ভয়ানক সুনামি ও ভূমিকম্প। এছাড়াও ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডের পালু শহরের এই ঘটনায় স্থানীয় হাসপাতালে দশাধিক মানুষ ভর্তি হয়েছেন যাদের অর্থপেডিক সার্জারি প্রয়োজন বলে জানা গেছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে।
ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র জানিয়েছেন যে বিভিন্ন স্থানে দেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কারণ সুনামির ঢেউ মানুষকে অনেক দূর ভাসিয়ে নিয়ে আছড়ে আছড়ে মেরেছে। তবে তিনি মৃতের সংখ্যা স্পষ্ট করে বলতে চাননি।
রিখটার স্কেলে ৭.৫ মাত্রা সম্পন্ন এই ভূমিকম্পের ফলে প্রায় ৬ফুট উচ্চতা সম্পন্ন ঢেউ আছড়ে পড়তে থাকে ইন্দোনেশিয়ার এই টুরিস্ট আইল্যান্ড পালুতে।উদ্ধার কার্যের জন্য ইতিমধ্যে কার্গো হেলিকপ্টার পাঠানো শুরু হয়েছে রাজধানী জাকার্তা থেকে।তবে ঐ শহরের বিমান চলাচল বন্ধ আছে।
উল্লেখ্য গত আগস্টেই পরপর ভূমিকম্প ও অগ্নুৎপাতের ফলে ৫০০ এর বেশি প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ার লোম্বোক অঞ্চলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584