ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
যেসব শিশু করোনার জেরে তাদের বাবা-মাকে হারিয়েছে এবার সেই কিশোরদের পাশে দাঁড়াতে উদ্যোগী কেরল সরকার৷ করোনায় আক্রান্ত হয়ে বাবা- মায়ের মৃত্যু হলে, তাদের সন্তানদের ৩ লাখ টাকা দেওয়া হবে, ঘোষণা পিনারাই বিজয়ন সরকারের৷
কেরল সরকারের তরফে জানানো হয়েছে যে, করোনায় বাবা-মাকে হারানো শিশুদের ইমারজেন্সি অনুদান হিসেবে এককালীন ৩ লাখ টাকা এবং এর পাশাপাশি প্রতি মাসে ২০০০ টাকা দেওয়া হবে৷
We will provide a special package for children who have lost their parents to #Covid19. ₹3,00,000 will be given as immediate relief and a monthly sum of ₹2,000 will be issued till their 18th birthday. GoK will cover educational expenses till graduation.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 27, 2021
আরও পড়ুনঃ রাজ্যে ১৫ জুন পর্যন্ত বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ , ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওই শিশু বা কিশোরের বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা কেরল সরকারের৷ ওই শিশু বা কিশোরদের স্নাতক হওয়া পর্যন্ত তাদের পড়াশোনার দায়িত্বও গ্রহণ করবে সরকার, এমনই জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584