ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত শতাধিক

0
136

ওয়েবডেস্ক

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে এপর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।দুই দেশে আহতের সংখ্যা এক হাজারের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক স্থানে দেখা দিয়েছে ভূমিধস। এ কারণে উদ্ধারকার্যে অসুবিধা দেখা দিয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।

সমস্ত ছবি-সংগৃহিত(টুইটার)

ইরানের স্থানীয় সময় রোববার রাত ৯টার কিছু পর এই শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ইরানের সীমান্ত ঘেঁষা হালাবজার শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটির ৩৪ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের সময় দুই দেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এ সময় বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক তিন।মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কত দাঁড়ায় সেটাই দেখার।(সূত্র-বিবিসি)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here