অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
গত মরসুমে ইস্টবেঙ্গলের ১৬ জন ফুটবলারের বেতন বাকি, তারা নালিশ জানিয়েছে ফেডারেশনকে। এআইএফএফ ৪ সেপ্টেম্বর পর্যন্ত ইস্টবেঙ্গলকে সময় দেয়, ক্লাবের অবস্থান জানানোর জন্য। শুক্রবার ছিল শেষ সময়সীমা। কিন্তু এদিনই ইস্টবেঙ্গলের তরফে ফেডারেশনের কাছে চিঠি দিয়ে আরও কিছুদিন সময় চাওয়া হয়।
আরও পড়ুনঃ অনুশীলন শুরু করলো ধোনিরা
চিঠিতে লেখা হয়, এতদিন তাঁরা ইনভেস্টর ঠিক করা নিয়ে ব্যস্ত ছিলেন। সবেমাত্র স্পনসর সমস্যা মিটেছে। তাই একটু সময় দেওয়া হোক। এআইএফএফ সচিব কুশল দাস বললেন, সময় তাঁরা দিচ্ছেন। তবে সেটা দশ দিন, তাঁর বেশি হলে তারা ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বেতন বৈষম্যর জন্য ফিজিও কার্লোস নাদার ফিফাতে গেছেন তাঁর টাকাও মিটিয়ে দিতে বলা হয় ক্লাবকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584