কল‍্যাণীতে শনিবার ইস্টবেঙ্গল-মহামেডান স্পোর্টিং মুখোমুখি

0
120

নিজস্ব সংবাদদাতা, কল‍্যাণী :

শনিবার বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। একটা ম্যাচ কম খেলেও ইস্টবেঙ্গল লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। লিগ তালিকায় শীর্ষে থাকা মোহনবাগানের থেকে এক পয়েন্ট কম নিয়েই মাঠে নামছে ইস্টবেঙ্গল। শনিবার মহামেডানকে হারাতে পারলেই পয়েন্টে ও লিগ তালিকায় প্রথমে চলে আসবে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ও মহামেডান দলের খেলা দেখার জন্য দর্শকবৃন্দ অতি উৎসাহে টিকিট সংগ্রহ করছেন। মাঠের কানায় কানায় ভর্তি হয়ে যাবে দর্শকমণ্ডলী এমনটাই সংশ্লিষ্ট আয়োজকদের ধারণা।

সদ‍্য সংস্কারের ফলে কল‍্যাণী স্টেডিয়ামের আসন সংখ্যা বেড়ে গেছে। আয়োজকরা একটা টান টান উত্তেজনা পূর্ণ ম‍্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। কলকাতা ফুটবল লিগ সুপার ডিভিশনের ‘এ’ দলের খেলা চলছে। মহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল ক্লাব মিনি ডার্বির খেলা হবে শনিবার কল্যাণী পৌরসভার স্টেডিয়াম মাঠে। আজ বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর ড. দেবাংশু রায় ফুলের স্তবক দিয়ে অভ‍্যর্থনা জানান ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন অর্ণব মণ্ডল সহ গোটা দলকে। সঙ্গে ছিলেন কল্যাণী স্টেডিয়ামের কর্ণধার ড. নীলিমেশ রায়চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here