ওয়াই আই এ -এর উদ্যোগে শান্তি সৌভ্রাতৃত্ব সহমর্মিতার প্রচার অভিযান

0
295

নিজস্ব সংবাদদাতা,নিউজ ফ্রন্ট,কলকাতা,১৪সেপ্টেম্বর:

ইয়ুথস ইসলামিক আসোসিয়েশন এর উদ্যোগে  রাজ্যে একটি প্রচার অভিযান এর আয়োজন করা হয়েছে। “নিরাশ হয়োনা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন”।(সূরা তাওবা:৪০)-কুরআনের এই আয়াত ই হল প্রচার অভিযানের মূল বিষয় বস্তু।এই বিষয় কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর ২০১৭,এক মাস ব্যাপী এই জাতীয় প্রচার অভিযান চলবে।একথা জানিয়ে ইয়ুথস ইসলামিক আসোসিয়েশন এর সভাপতি বাহারুল ইসলাম বলেন- এই অভিযানের দ্বারা মুসলমান দের এই বার্তা দিতে চাইছি যে, পরিস্থিতি যেমনই হোক না কেন মুসলমান ইসলাম ও ইসলামী আদর্শ কোন মতেই ত্যাগ করতে পারেনা।এটা স্মরণ রাখতে হবে যে,নাজুক পরিস্থিতি তে যখন মুসলমান সবর করবে তখনই আল্লাহর সাহায্য তার কাছে আসবে।
তিনি আরও বলেন-এই অভিযানের মাধ্যমে অমুসলিম ভাইদের ও এই বার্তা দিতে চাই যে, ইসলামের অনুসারী মুসলমান এই দেশ তথা রাজ্য বাসীর জন্য কল্যাণকর।ইসলাম শান্তি,সৌভ্রাতৃত্ব,সহমর্মিতা ও সহাবস্থানের কথা বলে।একজন আদর্শ মুসলিম ই একজন আদর্শ মানুষ হতে পারেন।দাঙ্গা ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টি করা মুসলমানদের কাজ নয়।তাই অমুসলিম ভাইদের ইসলাম আর ইসলামের অনুসরণকারী মুসলিমদের বিরোধ না করে বরং তাদের সঙ্গে থাকা উচিত।সংগঠন এই প্রচার অভিযান কে সফল করার জন্য পথসভা,জনসভা, বুদ্ধিজীবী সমাবেশ,ছাত্র-যুব সমাবেশ এর আয়োজন করবে ও অন্যান্য সামাজিক মাধ্যম কে ব্যবহার করবে।যাতে করে সমাজের সর্ব স্তরের মানুষকে এই বিষয়ে অবগত করা যায়।এছাড়াও বাচ্চাদের বড় মিছিলের ও আয়োজন করা হবে।ওয়াইআই এ সভাপতি বাহারুল ইসলাম আরও জানান-এই প্রচার অভিযান দেশের ছাত্র-যুব সংগঠনগুলির ঐক্যবদ্ধ প্লাটফর্ম ফেডারেশন অফ ইসলামিক ইয়ুথ অর্গানাইজেশনস(FIYO)এর তত্বাবধানে সারা দেশব্যাপী চালানো হবে।তিনি এই মহৎ প্রচার অভিযান সফল করতে সমাজের সর্ব স্তরের মানুষের প্রতি আহ্বান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here