নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
যেকোনো আনন্দ উৎসব মানেই বর্তমান সময়ে খাবার পরিবেশনের পাত্র হয়ে উঠেছে থার্মোকল।এই থার্মোকল হাজার বছর সময়েও পচে না বা মাটিতে মিশে যায় না।এই থার্মোকল শুধু পরিবেশ দূষণ করে তাই নয়,পরিবেশ দূষণের আগে প্রথম ক্ষতি আমাদের শরীরে। থার্মোকলে থাকা রাসায়নিক আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ক্যানসারের মত মারণ রোগের কারন হয়ে ওঠে।
আর এই বার্তা প্রচারেই পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব-দক্ষিণ ময়না এলাকার ময়না বালিকা বিদ্যালয় (উঃ মাঃ)-এ আগামী সরস্বতী পুজোর প্রীতিভোজে সকল ছাত্রী সহ অতিথিদের খাওয়ার পরিবেশন করতে ব্যবহৃত হলো আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যেতে থাকা শাল পাতার থালা।বিদ্যালয়ের প্রায় ১১০০ ছাত্রী সহ আমন্ত্রিত সকলেই শাল পাতার থালা পেয়ে যেমন ভীষন খুশি,কেউ কেউ আবার খেতে বসেই নস্টালজিক হয়ে পড়লেন।
ছেলেবেলার স্কুলের স্মৃতি ফিরে পেয়ে এবং পরিবেশকে সুস্থ রাখার কারণে শাল পাতার এই ব্যবহারে খুশি হচ্ছেন এলাকার মানুষজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাশ্বতী জানা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের সুদিনের আশায় অনেক সুচিন্তিত ভাবনা রয়েছে।দেরিতে হলেও শাল পাতা তৈরির এই কুটির শিল্প প্রকল্পের সাফল্য আন্তরিক ভাবে কামনা করি।”তিনি আরও বলেন, সাধ্য আর সাধের মেলবন্ধন ঘটবে এই প্রয়াসের মাধ্যমে।পরিবেশের প্রতি আমাদের ঋণ শোধের প্রথম প্রয়াস সকলের সহায়তায় কার্যকরী হয়ে উঠুক এই প্রত্যাশা করি।
এই বিদ্যালয় সহ পূর্ব মেদিনীপুর জেলার মোট একচল্লিশটি স্কুলের কাছে এই পরিবেশ বান্ধব শালপাতা ব্যবহারের আবেদন নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা “চলো পাল্টাই”।সেই আবেদনে সাড়া দিয়ে গতকালের ময়না বালিকা বিদ্যালয় (উঃমাঃ) প্রীতিভোজের সাথে সাথে ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির করে “চলো পাল্টাই” সংস্থা।
এদিন এই শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহ শিক্ষক-শিক্ষিকা সহ উপস্থিত ছিলেন “চলো পাল্টাই”-এর সভাপতি পলাশ বাড়ী,সম্পাদক মধুসূদন পড়ুয়া,সহ সম্পাদক ছন্দক দাস, সদস্যা সোনিয়া,পাপিয়া।
আরও পড়ুনঃ সব আছে নেই স্থায়ী শিক্ষক,বন্ধ হবার মুখে জুনিয়র হাইস্কুল
এছাড়াও সংস্থার পক্ষ থেকে এদিন বিদ্যালয়ের ছাত্রীদের প্লাস্টিক ব্যবহার কমিয়ে ফেলার বার্তা ও বাড়ি বা স্কুল চত্বরে পড়ে থাকা প্লাস্টিকের দূষণ রোধ করতে ইকো ব্রিক্স তৈরীর পদ্ধতি প্রশিক্ষণ করানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584