বৈষ্ণবনগরে ভোট ২৯ এপ্রিলেই, পাল্টাচ্ছে না ভোটের দিন

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আক্রান্ত হয়ে মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের মৃত্যু হয়। এদিকে ২৯ এপ্রিল, বৃহস্পতিবার ভোট রয়েছে মালদহের ৬টি কেন্দ্রে, তার মধ্যে রয়েছে বৈষ্ণবনগর কেন্দ্রটি। প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দিন বৈষ্ণবনগরে ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়৷

election commission | newsfront.co

এর আগে করোনা আক্রান্ত হয়ে ভোটের আগে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ-এর কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী । এই দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই ২ বিধানসভা কেন্দ্রে ভোট পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। ১৬ মে ভোটগ্রহণ হবে ওই দুই কেন্দ্রে।

আরও পড়ুনঃ বীরভূমে ভোটের ৪৮ ঘন্টা আগে অনুব্রত মন্ডলকে নজরবন্দি করার নির্দেশ কমিশনের

নির্বাচন কমিশন জানায় জনপ্রতিনিধিত্ব আইনের ৫২ নং ধারা অনুযায়ী কেবলমাত্র কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রার্থীদের মৃত্যুতেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়। পরে নতুন করে অন্য দিন ঘোষণা করে ভোট নেওয়া হয়। অন্য কোনও ঘটনায় এ নিয়ম প্রযোজ্য নয়।

তাই বৈষ্ণবনগরে নির্ধারিত দিনে ভোট হতে কোনও বাধা রইল না।একইসঙ্গে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়াপাটকির ১২৬ নম্বর বুথেও আগামী ২৯ তারিখ ভোটগ্রহণ হবে৷ ওই দিন রাজ্যে শেষ দফার ভোট৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here