নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভেঙ্গেছেন আদর্শ আচরণ বিধি, তাই উত্তরপ্রদেশে ভোটের দিনেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলো নির্বাচন কমিশন। অখিলেশের বিরুদ্ধে অভিযোগ এটাওয়া-তে বুথের ভেতরেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
উত্তরপ্রদেশের এটাওয়া জেলায় ভোট ছিল রবিবার। সেখানেই সাইফাই-এ অভিযোগ দায়ের হয় অখিলেশের বিরুদ্ধে। কারহাল বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিলেশ।
অভিযোগ, সাইফাই-এর অভিনব বিদ্যালয় নামে একটি স্কুলে রয়েছে ভোটকেন্দ্র। সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন অখিলেশ, কাজেই ভাঙ্গা হয়েছে আদর্শ আচরণ বিধি। সেকারণেই নির্বাচন কমিশন রবিবারেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সপা প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ তামিলনাডুতে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর ভোটেই ‘ছাপ্পা’! কমিশনের হস্তক্ষেপে পরে ভোট দেন মন্ত্রী
পাশাপাশি কোভিড বিধি ভঙ্গেরও অভিযোগ করা হয়েছে। এটাওয়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে ভোটারদের মধ্যেও শারীরিক দূরত্ববিধি মেনে চলা যায়। অখিলেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ সে বিধিও ভেঙ্গেছেন তিনি। সর্বোপরি, রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা ভোটাররা যাতে প্রভাবিত না হন সেই কারণে কমিশনের জারি করা আচরণ বিধিও ভেঙ্গেছেন অখিলেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584