নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের একাধিক পুরসভার ভোটে শাসক দলের বিরুদ্ধে ভয়ংকর সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, তার পর থেকে একের পর এক জন প্রতিনিধি খুন হয়েছেন। এর পরেও বগটুই-এ ঘটে গিয়েছে একাধিক বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ও তার বলি হয়েছেন শিশু , মহিলা সহ অন্তত ১০ জন। এত কিছুর পরে আর দুই আসনে উপনির্বাচনে কোন ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের জন্য অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে জানা গিয়েছে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বার্থে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করাতে চায় কমিশন। তাই বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে রাজ্য পুলিশ নয় , অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বলে কমিশন সূত্রে খবর।
প্রতিটি বিধানসভা কেন্দ্রের হিসেবে অন্তত ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছেন কমিশনের কর্তারা। প্রাথমিকভাবে এই হিসেব অনুযায়ী কমপক্ষে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুনঃ বগটুই হত্যাকাণ্ডে আদালতের নির্দেশ পেয়েই তৎপর সিবিআই, সিজিও কমপ্লেক্সে বৈঠকে আধিকারিকরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584