কালীপুজো ও ছটপুজোতে বাজি পোড়ানো যাবে ২ ঘন্টা, বিজ্ঞপ্তি জারি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

0
54

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আসন্ন কালীপুজো, ছট পুজো, বড়দিন ও নতুন বছরের সূচনালগ্নে কখন ও কি কি বাজি পোড়ানো যাবে সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বায়ু দূষণ রুখতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে পর্ষদ। সমস্তরকম শব্দবাজি পোড়ানো বা বিক্রির উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিবেশ দফতর। শব্দবাজিতে ক্ষতিকর রাসায়নিক থাকার কারণেই বায়ু দূষণের পরিমাণ বাড়তে পারে। সমস্যা বাড়তে পারে করোনা আক্রান্তদের।

Firecrackers
প্রতীকী চিত্র

পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের সুপ্রিম কোর্টের একটি নির্দেশ উল্লেখ করে তার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে চারটি নির্দেশ। প্রথমত, যাবতীয় আতসবাজি হতে হবে পরিবেশ বান্ধব। কালীপুজো ও ছট পুজোতে বাজি পোড়ানো যাবে ২ ঘন্টা। কালীপুজোতে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে আর ছটপুজোতে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে পর্ষদ। বড়দিনের উৎসব-সহ নতুন বছরের সূচনালগ্নেও বাজি পোড়ানোর অনুমতি রয়েছে তবে, তার সময় কমিয়ে দেওয়া হয়েছে। ২৪ ও ৩১ ডিসেম্বর রাতে ৩৫ মিনিট আতশবাজি পোড়ানো যাবে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা। সেই বাজিকেও হতে হবে পরিবেশবান্ধব।

পশ্চিমবঙ্গ আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় এ প্রসঙ্গে বলেন যে, পার্কসার্কাসে যে আতশবাজির মেলা তাঁরা করেন, সেখানে শব্দবাজি বিক্রি হবে না। সরকারি নির্দেশ মতো পরিবেশবান্ধব বাজিই বিক্রি হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে নির্দেশিকা দিয়েছে তা তাঁরা মেনে চলবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here