নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ইকো ট্যুরিজমের উন্নয়নে সমবায় গঠিত হল। রাজ্যে এই ধরনের উদ্যোগ প্রথম বলে জানা গিয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ারে ১৬ তম ডুয়ার্স উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই সমবায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরুপ রায়। এই সমবায়ের মাধ্যমে সরকারি অর্থানুকুল্যে তৈরি ব্লু হোম স্টের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য উত্তরবঙ্গের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন বনবস্তি, গ্রাম ও পাহাড়ি এলাকায় বসবাসকারিদের নিজেদের থাকার কোন একটি ঘরকে পর্যটকদের থাকার উপযোগী করে তার নাম দেওয়া হয়েছে ব্লু হোম স্টে। সেই ঘরে বাসনপত্র কেনা সহ নানান কাজের জন্য সরকারি আর্থিক সাহায্য করা হয়। নীল সাদা রঙ করা সেই সব ব্লু হোম স্টেতে একেবারে আত্মীয়ের মতো ঘরোয়া পরিবেশে অনেক কম খরচে খেতে ও থাকতে পারেন পর্যটকরা। এবার সেই সব ব্লু হোম স্টের উন্নয়নে সমবায় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “ রাজ্যে এই ধরনের উদ্যোগ প্রথম। গোটা দেশেও এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। সমবায় হওয়ার ফলে এখন ব্লু হোম স্টের উন্নয়নে অনেক সহজ শর্তে ঋন পাবেন হোম স্টের মালিকরা। ”
এদিন এই সমবায়ের উদ্বোধন করার পর সমবায় মন্ত্রী অরুপ রায় বলেন, ” এই হোম স্টে সমবায় হোম স্টে পর্যটনের ব্যাপক প্রসার ঘটাবে। জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী অত্যন্ত একটি ভালো উদ্যোগ নিয়েছে। ” জানা গিয়েছে এদিন ডুয়ার্স উৎসবের মঞ্চে আরও কিছু সমবায় পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী।
উত্তরবঙ্গে হেল্প টুরিজমের কর্নধার রাজ বসু বলেন, “ হোম স্টে একটি পর্যটন আন্দোলন। সরকার এই আন্দোলনের পাশে এসে দাড়াচ্ছে এটা খুবই প্রশংসার বিষয়। কিন্তু হোম স্টে বিষয়টিকে সরকার এখনও সেভাবে প্রচারের আলোতে আনতে পারে নি। ফলে অনেক জায়গাতে হোম স্টে মুখ থুবরে পড়ছে। কিন্তু এর সম্ভাবনা প্রচুর। সরকারি আরও উদ্যোগ গ্রহন প্রয়োজন। এই সমবায় রাজ্যের পর্যটনের বিকাশে কাজ করুক এটাই আশা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584