নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা অতিমারির আবহে দেশজোড়া লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বহু মানুষকে সাহায্য করেছেন সাংবাদিক রানা আয়ুব, এমনকি পিএম কেয়ার্স ফান্ড ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলেও আর্থিক সাহায্য করেছেন তিনি।
এবার রানা আয়ুবের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তাঁর এই যাবতীয় জনহিতকর কাজের জন্য জমা পড়া ১.৭৭ কোটি টাকা লক করে দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। ইডি আধিকারিকদের অভিযোগ ঐ টাকা তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
My statementhttps://t.co/EgMfHXjoaT pic.twitter.com/tlxahJz94J
— Rana Ayyub (@RanaAyyub) February 11, 2022
সাংবাদিক হিসেবে রানা আয়ুব বিজেপির কঠোর সমালোচক বলেই পরিচিত। গুজরাট দাঙ্গা থেকে শুরু করে সাম্প্রতিক অতিমারি সব ক্ষেত্রেই একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। কাজেই কেন্দ্রের সুনজরে তিনি কোনদিনই ছিলেন না। সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লনডারিং আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি।
আরও পড়ুনঃ বিজেপি ফিরলেই উত্তরাখণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধিঃ পুষ্কর সিং ধামি
রানা আয়ুব জানিয়েছেন, সমাজসেবা মূলক সংস্থা ‘কিটো’ তাঁর সমস্ত সামাজিক ক্যাম্পেনের কাজকর্ম দেখাশোনা করে। এবং সমস্ত ডোনেশন জমা পড়ে ‘কিটো’র অ্যাকাউন্টে। এবং বিদেশী মুদ্রায় কোন ডোনেশন তাঁরা নেন না। এবং সংস্থার হিসেবে কোন গরমিল যে নেই তার সমস্ত নথিপত্র সাবস্ট্যাক ও টুইটারে পাবলিশ করা রয়েছে। ইডি-র এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন রানা আয়ুব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584