মেট্রো ডায়েরির ৫০০ কোটির শেয়ার ৮৫ কোটিতে বিক্রির অভিযোগ, নবান্নের ৪ আমলাকে নোটিশ ইডির

0
78

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আবহে বহুদিন চুপ থাকার পর আবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, মেট্রো ডায়েরির ৫০০ কোটি টাকার শেয়ার বাজারে মাত্র ৮৫ কোটি টাকায় বেচে দেওয়া হয়েছে। এতে ওই সংস্থাকে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে বলে অভিযোগ। সেই শেয়ার দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে এবার রাজ্যের অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও রাজীব কুমারকে ২২ জুনের মধ্যে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Enforcement Directorate | newsfront.co
প্রতীকী চিত্র

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় ওই ঘটনায় তদন্তে নামে ইডি। সচিবদের কাছে সমন পৌঁছতেই তৃণমূলের দাবি, ২০২১ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলকে বিপাকে ফেলতে পরিকল্পনা করে ইডিকে হাতিয়ার করে ফের ষড়যন্ত্র শুরু করেছে বিরোধীরা। তবে বলা হয়েছে, কোনও কারণে তাঁরা সশরীরে হাজির হতে না পারলে ভিডিও কনফারেন্সিংয়ে বা লিখিত ভাবে বক্তব্য জানাতে পারেন। তবে অনেকদিন বাদে ইডির এই আচমকা সমন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নবান্নের চার আমলা হাজিরা দেবেন কি না, তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ ভূমিকম্পে কাঁপল গুজরাত, রিখটার স্কেলে মাত্রা ৫.৫

জানা গিয়েছে, মেট্রো ডেয়ারিতে রাজ্য সরকারের ৪৩ শতাংশ শেয়ার ছিল। সেই শেয়ার মাত্র ৮৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে দেয় রাজ্য। এর পর সংস্থার ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে কেভেন্টার্স। বিরোধীদের অভিযোগ, জেনে বুঝে জলের দরে মেট্রো ডেয়ারিকে কেভেন্টার্সের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।

সরকারের দাবি, সমস্ত নিয়ম মেনে ২ বার টেন্ডার ডেকে শেয়ার বিক্রি করা হয়েছে। এতে কোথাও কোনও গাফিলতি নেই। এবার কেভেন্টার্স কাকে কত দরে শেয়ার বিক্রি করবে তা দেখার দায়িত্ব সরকারের নয়। এবার এই বিষয়ে তদন্ত করতে নামলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here