নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনায় কাবু গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে নাজেহাল গোটা দেশ। এবার করোনা ভাইরাসের কবলে ইডির সদর দফতর। ইডির ৬ আধিকারিকের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তাই তড়িঘড়ি ‘সিল’ করা হল দিল্লিতে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান কার্যালয়টি।

গোটা ভবনটিকে জীবাণুমুক্ত বা স্যানিটাইজড করতে হবে, তাই আপাতত ২ দিনের জন্যে বন্ধ রাখা হয়েছে সেটি। এদিকে করোনা আক্রান্ত ওই ৬ আধিকারিকের সংস্পর্শে আসা আরও দশ জনেরও বেশি ইডি কর্মীকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সম্প্রতি, ইডির সদর দফতরে কর্মরত এক ইডি আধিকারিকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ওই আধিকারিকের থেকেই বাকিদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনায় মৃত ব্যক্তিকে স্বচ্ছ আবরণে এবার দেখতে পাবে পরিবার, নির্দেশ নবান্নের
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে যে, ভারতে এক লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৮৭ জন। মাত্র একদিনের মধ্যে আরও ২৯৪ জনের মৃত্যু হওয়ায় ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485