নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডি-র। কয়লা পাচার কান্ডে মাত্র দুদিন আগেই অভিষেক-কে দিল্লিতে তলব করে ইডি, টানা ৯ ঘণ্টা জেরাও করা হয়। এর পরে আবার আজ তাঁকে নোটিস পাঠালো ইডি, এনিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
ইডি-র সূত্রে জানা গিয়েছে, কয়লা কান্ডে অভিষেকের বেশ কিছু উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা। তাই আবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করে জেরা করতে চান তাঁরা। গত সোমবার নয়াদিল্লিতে জামনগরে ইডি অফিসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় ইডি দপ্তরে পৌঁছন তিনি, আর রাত ৮টা নাগাদ বেরোন সেখান থেকে। তারপরেও আবার ডেকে পাঠানো হল তাঁকে।
আরও পড়ুনঃ অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, উদ্বিগ্ন হয়ে টুইট রাজ্যপালের, আভ্যন্তরীণ দ্বন্দ্ব দাবি তৃণমূলের
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, ডেকে পাঠানো হয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকেও। যদিও তিনি গত ১ সেপ্টেম্বর দিল্লি যাননি ইডি-র দপ্তরে। পরিবর্তে ইমেল করে জানিয়েছিলেন করোনা পরিস্থিতিতে শিশু সন্তানদের নিয়ে দিল্লি যাওয়া নিরাপদ মনে করছেন না তিনি, তবে ইডি আধিকারিকরা চাইলে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584