৮ দফা দাবীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন প্রদান ফ্র্যাটারনিটি মুভমেন্ট-এর

0
60

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের পঠন-পাঠন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। বিষয়গুলির সামগ্রিক প্রতিবিধানের উদ্দেশ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন চেয়ে, ফ্র্যাটারনিটি মুভমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হয়।

Aliah University

ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন ফ্র্যাটারনিটি মুভমেন্ট-এর সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা,রাজ্য সভাপতি মোঃআরমান আলি,প্রাক্তন রাজ্য সভাপতি আরাফাত আলী,রাজ্য কমিটির সদস্যদ্বয় আবু তাহের আনসারী ও জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব।

Fraternity Movement of India

এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর পক্ষ থেকে নিম্নলিখিত ৮ দফা দাবি সনদ পেশ করা হয় উপাচার্যের কাছে :

১. প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে হবে।
২. আলিয়া বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করতে হবে ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে হবে।
৩. আলিয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে হবে।
৪. মেডিক্যাল বিভাগকে আরো উন্নত করতে হবে।
৫. ইন্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগকে আরো উন্নত করতে হবে।
৬. আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে জেলায় জেলায় কলেজ স্থাপন করতে হবে।
৭. ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করতে হবে।
৮. বিষয় হিসাবে ইসলামিক ইতিহাসের পঠন-পাঠন চালু করতে হবে ও অন্যান্য বিষয়কে সুসংহত করতে হবে।

আরও পড়ুনঃ উপাচার্যের করা মামলাতেই হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, বহিষ্কৃত ছাত্রদের ক্লাসে ফেরানোর নির্দেশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here