নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কয়লাপাচার কান্ডে এবার ইডির জেরার মুখোমুখি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে তাঁকে আরও দুবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি কিন্তু সে জেরা এড়িয়ে যান মন্ত্রী। অবশেষে আজ বৃহস্পতিবার তৃতীয়বারের নোটিসের পরে দিল্লিতে ইডি-র দপ্তরে হাজিরা দিয়েছেন রাজ্যের মন্ত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে আইন মন্ত্রীর বয়ান রেকর্ড করেছেন ইডি আধিকারিকেরা।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, অভিযোগ তাঁর বিধানসভা কেন্দ্র থেকেও কয়লা পাচার হয়েছিল। বেআইনিভাবে কয়লা উত্তোলনও করা হয়েছে ওই অঞ্চলে। পাচারকারীদের সঙ্গে এলাকার প্রভাবশালীদের যোগসূত্রও তদন্তকারীরা পেয়েছেন ইতিমধ্যে। সেই কারণেই জামনগর হাউজে ইডির দফতরে ডেকে পাঠানো হয় রাজ্যের আইনমন্ত্রীকে।
কয়লা ও গরু পাচারকাণ্ডে এই বছর জানুয়ারি মাস থেকে তদন্তে নামে ইডি। কলকাতা ও হুগলির একাধিক জায়গায় তল্লাশি চালায় তারা। তদন্তের গতিপ্রকৃতিতে নজরদারি চলে ইডির দিল্লি দফতর থেকে। রাজ্যের কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও এই মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584