নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে সমন পাঠালো ইডি, সূত্রের খবর আগামী ১৫ মার্চের মধ্যে ইডি-র দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সময় কেন্দ্রের নির্দেশে মেহবুবা মুফতি-সহ উপত্যকার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের আটক করে পুলিশ। প্রায় ১৪ মাস পর মুক্তি পান মুফতি।
আরও পড়ুনঃ বিদেশের মাটিতে মোদী ভক্তদের হাতে আক্রান্ত শিখরা
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত তার কঠোর সমালোচক উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ১৪ মাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরে মুফতি আবার রাজনীতিতে ফেরেন তবে এবার বিরোধী ফারুক আব্দুল্লার দল ন্যাশনাল কনফারেন্স এবং আরও কয়েকটি দলের সঙ্গে মিলে জোট তৈরি করেন, পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584