সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান-আরামবাগ রুটের কৃষকসেতু ওঠার আগে ডিভিসি সেচ ক্যানেলের ওপর রয়েছে ইডেন ক্যানাল সেতু। বেহাল এই সেতুটির সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেতু সংস্কারের কাজ। প্রথম দফায় টানা ৪ দিন এই ইডেন ক্যানাল সেতু বন্ধ রাখা হবে।
১৯৭৮ সালে ৮৩ মিটার দৈর্ঘ্যের ডিভিসি ক্যানালের উপর তৈরি হয় ইডেন ক্যানাল সেতু। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্রমেই সেতুটির দশা বেহাল হচ্ছিল। এই সেতুর মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর-সহ ওড়িশারও যোগাযোগ হয়। ফলে প্রতিনিয়তই ভারী গাড়ির চাপ থাকে এবং প্রচুর গাড়ি যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে।
কিন্তু সেতু সংস্কার হলে কি যাত্রীদের ভোগান্তি হবে? প্রশাসন জানাচ্ছে, ভারী গাড়িগুলিকে জামালপুরের হরেকৃষ্ণ কোঙার সেতু দিয়ে যাতায়াত করানো হবে। ইডেন ক্যানাল সেতুর পাশে থাকা পুরনো সেতু দিয়েও বাস ও ছোট গাড়ি যাতায়াত করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584