নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
রোজভ্যালি কাণ্ডে ফের তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আগামী বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। অন্যদিকে, উত্তর কলকাতার তৃমমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু এবং সংস্থার বেশ কয়েক জন পদস্থ কর্মচারীকে বিভিন্ন সময়ে জেরা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির ঘনিষ্ঠ যোগের তথ্য উঠে আসে। রোজভ্যালির অফিস থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিতেও সুদীপের নাম পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রে খবর। তার ভিত্তিতেই সুদীপকে তলব করা হয়েছে।
জানা গিয়েছে, গত আগস্ট মাসে রোজভ্যালি কাণ্ডে নতুন করে একটি মামলা দায়ের ইডি। রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই ৩টি সংস্থার বিরুদ্ধেই আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট ১৭ হাজার ৫২০ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গে ব্যবসা শুরু করে রোজভ্যালি।অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও রেজিস্ট্রার অফ কোম্পানির অনুমোদন ছাড়াই দেড় দশকেরও বেশি সময় ধরে বাজার থেকে টাকা তুলেছে তারা। এমনকি সেবির গাইডলাইন ভেঙেও টাকা তোলা হয় বলে অভিযোগ।
এদিকে ,তৃণমূল নেতৃত্ব এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বলেন , এত দেরিতে কেন ইডি দুই সাংসদ তলব করল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ।
আরও পড়ুনঃ প্রধানকে সংবর্ধনা জয়েফের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584