শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
দীর্ঘ আড়াই মাস ধরে চলা লকডাউনের কারণে রোজগার করতে না পেরে শোচনীয় অবস্থা গরিব পরিবারগুলির। তাই মাস্ক থেকে স্যানিটাইজার ব্যবহার করা তাদের কাছে বাহুল্য। সেই পরিস্থিতি মাথায় রেখেই বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, করোনা সংক্রমণ ঠেকাতে এবার থেকে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হবে সাবান এবং মাস্ক।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে করোনা তথা আমফান নিয়ে রাজ্যের দুরবস্থা এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার পরিস্থিতি মোকাবিলার প্রশংসা করেন তিনি। এরপরই ঘোষণা করেন, এবার থেকে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের মাস্ক এবং সাবানও দেওয়া হবে।
আরও পড়ুনঃ রাজ্যে ফের বড় দুর্নীতির গন্ধ পেয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন রাজ্যপাল
লকডাউনের সময় মিড ডে মিল নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মিড ডে মিলের সামগ্রী হিসাবে প্রতি পড়ুয়ার অভিভাবকদের ৩ কেজি করে চাল এবং আলু দেওয়া হয়। স্কুল থেকে নির্দিষ্ট দিনে তা সংগ্রহ করেন অভিভাবকরাই। সংগ্রহ করার সময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারও বাধ্যতামূলক।
তবে এবার আর শুধু চাল আর আলুই নয়, পড়ুয়াদের জন্য এবার থেকে সাবান এবং মাস্কও দেওয়া হবে। এতে করোনা সংক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও এড়ানো যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584