নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
রাজ্য সরকারের উদ্যোগে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে তাঁদের শিক্ষাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি উপকার পাচ্ছে জঙ্গলমহলের অংশ।বুধবার লালগড়ের রামগড়ে একটি পিটিটিআই কলেজের উদ্বোধন এসে এ কথা বললেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি আরো বলেন,”কেউ কল্পনা করতে পারেনি এখানে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে।ইংরেজি মাধ্যম স্কুল হবে,এখানে স্কুলের সংখ্যাও বেড়েছে।প্রতিটি পরিবার কমপক্ষে পাঁচটি প্রকল্পের সুবিধা পায়।এই উপকারের সঠিক ব্যবহার করতে হবে।শিক্ষকতা করতে গেলে তাঁদের প্রশিক্ষণ নিতে হবে।অনেক শিক্ষক আছেন,যাদের বেশিরভাগ এখনও বহু ইন সার্ভিস শিক্ষক আছেন,যাঁদের প্রশিক্ষণ দিতে হবে।যাদের শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, তাঁদের প্রশিক্ষণ নিতেই হবে।এখানে কোন ছাড় নেই। চূড়ামণি মাহাতর চিঠি নিয়ে গেলাম হয়ে গেল তা হবে না।এই জেলায় দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি হচ্ছে এর এজন্য আমি অত্যন্ত আনন্দিত।এটা যেন উন্নত মানের হয়।প্রশিক্ষণ ঠিক না হলে শিক্ষার পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হয়।আমরা সব রকম সহযোগিতা করব। সাঁওতালী ভাষায় ২৮৪টি শিক্ষক নেব।প্রত্যেকবার জেলাশাসক আমাকে একটি কথা মনে করিয়ে দেন। এবারও বলেছেন, বাংলার সাথে সাঁওতালী ভাষায় যাতে প্রশিক্ষণ দেওয়া যায়,আমরা তা দেখব।মূল সংস্থা এনসিইটি জেলাশাসক চিঠি করলেই হবে। আমরা চায়,বাংলার সাথে সাথে সাঁওতালী ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক।যে পড়তে চাইবে সে পড়বে।কিন্তু সবাই সাঁওতালী ভাষায় পড়তে চাইলে তো হবে না।বইটা তৈরি করবে কে?পাঁচ থেসে সাতজনের নাম দিন যাঁরা বাংলা বইটিকে সাঁওতালী ভাষায় রূপান্তর করবে।সেটা আপনারা করলে, যত তাড়াতাড়ি করবেন, তত তাড়াতাড়ি পড়ার সুযোগ পাবে সাঁওতালী সম্প্রদায়ের ছেলে মেয়েরা।জঙ্গলমহলের কাছে
আমি তিন-চারটি মুখ্যমন্ত্রী দেখেছি।সবাই বলেন, বিধানচন্দ্র রায় বাংলাকে গড়ে তুলেছেন। আধুনিক বাংলাকে সর্ব জায়গায় গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এটা ভাবা যায় নি।জেলায় জেলায় ঘুরে মিটিং করেন। ঝড়-বৃষ্টিতে তাঁকে থামিয়ে দেওয়া যায় না।এটা করেন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য নয়। মানুষের প্রয়োজনে যেখানে যেখানে কথা দেওয়া রয়েছে সেখানে কাজ করেন।আমরা যতটা পারি তাঁকে সাহায্য করি। আমাদের মূলশক্তি জনগন…।”
আরও পড়ুনঃ হুগলী থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এদিন শিক্ষামন্ত্রী শান্তি ও সংহতি বজায় রাখার বার্তা দেন। নতুন নতুন লোক এসে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।সেটা আটকাতে সরকার প্রশাসন যথেষ্ট নয়।সবাইকে এগিয়ে আসতে হবে।ঐক্যবদ্ধ ভাবে ভালো থাকতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584