এক নজরে দেখে নিন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের শিক্ষাগত যোগ্যতা

0
189

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

indian cricketers | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইন্সটাগ্রাম

বিরাট কোহলি- প্রথম জীবনে বিশাল ভারতী পাবলিক স্কুল। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পশ্চিম বিহারের কনভেন্ট স্কুলে। ভাল ছাত্র হিসেবে কোহলির সুনাম ছিল।

সুরেশ রায়না- জাতীয় দলে যোগ দেওয়ার আগে সুরেশ রায়না হাই স্কুলের পাঠ শেষ করেন সফলভাবে।

যুবরাজ সিংহ- দ্বাদশ শ্রেণি পর্যন্ত ডিএভি পাবলিক স্কুল।

বীরেন্দ্র সহবাগ- জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

সৌরভ গঙ্গোপাধ্যায়- সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক। পরে সাম্মানিক পিএইডি ডিগ্রিও পান মহারাজ।

সচিন তেন্ডুলকর- সারদাশ্রম বিদ্যামন্দির স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ।

রোহিত শর্মা- প্রাইমারি এডুকেশন ভেলানকানি স্কুল থেকে। ভাল ক্রিকেট খেলার জন্য স্বামী বিবেকানন্দ স্কুলে রোহিতের নাম নথিভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ ক্রিকেটের ‘আঁতুড়ঘর’ পরিবর্তনে উদ্যোগী সৌরভ

অজিঙ্ক রাহানে- ডি এম বিভলির এসভি যোশী হাইস্কুল থেকে পাশ করেন।

মহেন্দ্র সিংহ ধোনি- পুরোদমে ক্রিকেটে আসার আগে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এর পরে নিজের উৎসাহেই ক্লাস টুয়েলভ পাস করেন মাহি। আরও পরে বি.কম ডিগ্রির জন্য মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে নিজের নাম নথিভুক্ত করেন।

আরও পড়ুনঃ ড্রেসিং রুমে ফেরাকালীন রোহিতের অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

রবিচন্দ্রন অশ্বিন- প্রথম স্কুল পদ্ম শেষাদ্রি বালা ভবন। পরে এসএসএন কলেজ থেকে আইটি-তে বি.টেক করেন অশ্বিন।

অনিল কুম্বলে- হোলি সেন্ট ইংলিশ স্কুল থেকে প্রাইমারি পাশ করেন। পরে ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন কুম্বলে। রাষ্ট্রীয় বিদ্যালয় কলেজ থেকে পরে বিই ডিগ্রি পান কুম্বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here