অতিরিক্ত অর্থ নিচ্ছে স্কুল, অভিযোগ বর্ধমানে

0
88

সুদীপ পাল, বর্ধমানঃ 

অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠল এবার বর্ধমানের মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলে। স্কুলের উন্নয়নের নামে বিভিন্ন শ্রেণীতে অর্থের দাবি করা হচ্ছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের থেকে ৫০০ টাকা, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০০০ টাকা ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে চাওয়া হয়েছে ১৮০০ টাকা।অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ টাকা নিয়েছে কিন্তু রসিদ চাওয়া হলে তাঁরা তা দেয়নি। অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের কাছে। স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিক বলেন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কয়েকদিন আগে অভিভাবকদের নিয়ে যে বৈঠক হয় তাতে স্কুলের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়। বৈঠকেই অর্থ নেওয়ার বিষয়টি ঠিক হয়েছিল। প্রশ্ন উঠছে যদি বৈঠকে ঠিক হয়ে থাকে তবে অর্থের বিনিময়ে বিল দেওয়া হচ্ছেনা কেন? প্রধান শিক্ষিকা বলেন, বিল ছাপতে দেওয়া হয়েছে। হাতে এলেই অর্থের বিনিময়ে রসিদ দেওয়া হবে। তবে স্কুলের নিরাপত্তা, কয়েকজন কর্মীর বেতন, স্কুলের অস্থায়ী শিক্ষকদের বেতন প্রভৃতি খাতেই এই অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে কাউকে চাপ দেওয়া হয়নি সদিচ্ছায় যাঁরা দিয়েছেন তাঁদেরই অর্থ নেওয়া হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব যিনি আবার এই স্কুলের মেণ্টর, বলেন, জেলা স্কুল পরিদর্শককে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here