দাবী পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে শিক্ষাকর্মীরা

0
924

শুভদীপ ভট্টাচার্য্য, নিউজডেস্কঃ

রাজ‌্য জুড়ে হাজারো এক সমস‌্যার মধ‌্যে চাপা পড়ে যায় ছাত্র শিক্ষক সমস‌্যার বাইরে শিক্ষাকর্মীদের সমস‌্যা। শিক্ষার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হওয়া সত্ত্বেও মর্যাদা ও সুযোগ দুটোতেই ঘাটতি রয়েছে তাদের। রয়েছে সুবিধার অভাব।

মুর্শিদাবাদ।নিজস্ব চিত্র

তাদের সুযোগ সুবিধার দাবীতে লড়াইয়ের প্রস্তুতি নিতে মাদ্রাসা ও স্কুল শিক্ষাকর্মীদের নিয়ে জেলায় জেলায় সংগঠনের ডানা বিস্তার করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল অ‌্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন।

মেদিনীপুর। নিজস্ব চিত্র।

শিক্ষাকর্মীদের প্রয়োজনীয়তা সত্ত্বেও বুক জমা বঞ্চনার পাহাড় নিয়ে তাদের অবিরত দিনগুজরান। শিক্ষক-শিক্ষিকার বাইরে টুকিটাকি ছাত্রসমস‌্যা ছাড়া অন‌্যান‌্য সমস‌্যা খুব বেশি আসেওনা প্রচারের আলোকে।

হাওড়া। নিজস্ব চিত্র।

অনালোকিতই রয়ে যায় শিক্ষাকর্মীদের বঞ্চনার চিত্রটি। নেই বিএড বা সমতুল কোনো ডিগ্রি করবার সুযোগ। নেই বেতন বৃদ্ধির সুযোগ। তাই তাদের নিজস্ব দাবীর ভিত্তিতে লড়াইয়ে প্রস্তুতি স্কুল ও মাদ্রাসা শিক্ষাকর্মীরা গড়ে তুলেছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন নামে এক অরাজনৈতিক সংগঠন।

বীরভূম। নিজস্ব চিত্র।

কোনো রাজনৈতিক দাবীদাওয়া নয়, কেবলই নিজস্ব দাবীদাওয়া ভিত্তিতে আন্দোলন, চাওয়া পাওয়ার নিরীখে সরকারের দৃষ্টি আকর্ষনে গড়ে উঠেছে  ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন। দিনভর গাধার খাটুনির পর যৎসামান‌্য মাইনে, প্রয়োজনের তুলনা সুযোগ সুবিধা সর্বাত্মক ঘাটতির অভিযোগ শিক্ষাকর্মীদের।

হুগলী। নিজস্ব চিত্র।

অভিযোগ জানাতে আগামী ৮ই আগস্ট তারা পা মেলাবেন মিছিলে। চাকরির মেয়াদ পাঁচ বছরের পর ইউডিসি স্কেলে পদোন্নতি, ক্লার্কদের জেনারেল ট্রান্সফার চালু, অতিরিক্ত কাজের এক্সট্রা অ‌্যালাউয়েন্স, ক্লার্কদের শিক্ষাগত যোগ‌্যতা বৃদ্ধি ও মানোন্নয়ন সহ দশ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের ডাক দিয়েছে
ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন। চলছে জেলা গত প্রস্তুতি। সব জেলায় সংগঠন বিস্তারের কাজ শেষে এখন মিছিলের প্রস্তুতির পালা সেরে ফেলছেন সংগঠনের নেতা কর্মীরা। আট তারিখ শিক্ষামন্ত্রীর প্রধান সচিবের নিকট ডেপুটেশনে জানাবেন দাবীর কথা। জানাবেন বঞ্চনার চিত্রলিপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here