নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ায় স্কুল খুলবে একেবারে গরমের ছুটির পরে। কিন্তু স্কুলের ছাত্র ছাত্রীদের দ্বিতীয় দফায় ফের চাল, আলু বিতরণের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি এই কাজ ও শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষার জন্য মাস্ক ও স্যানিটাইজার দেবে রাজ্য সরকার।
চলতি মাসের ২০ -২৭ তারিখের মধ্যে স্কুলগুলিতে চাল বিলি করার জন্য ইতিমধ্যেই সামগ্রী পৌঁছে গিয়েছে। এই কাজে যুক্ত গাড়ি ব্যবহারে, লকডাউনের সময় যাতে ছাড় দেওয়া যায়, সেই বিষয়টিতেও নজর রাখা হয়েছে। তবে জেলা স্কুল দফতর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র অভিভাবকদের এই সামগ্রী দেওয়া হবে।
আরও পড়ুনঃ সরকারি নিয়ম মেনে সুষ্ঠভাবে সুন্দরবনে চলছে লকডাউন, দাবি উন্নয়ন মন্ত্রীর
সামাজিক দূরত্ব বজায় রাখতে একসঙ্গে সব ক্লাসের অভিভাবকদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। এই কাজে যুক্ত শিক্ষকদের তিন জনকে আপাতত মাস্ক দেওয়ার নির্দেশ এসেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ৯টি ব্লক ও চারটি পুর এলাকার সমস্ত সরকারি স্কুলগুলি থেকে ছাত্র ছাত্রীদের জন্য অভিভাবকদের চাল ও আলু বিলি করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584