নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
আগামী ৩০ শে জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দেশের করোনা পরিস্থিতি এমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে যে লকডাউনের মেয়াদ আবার বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:ব্রেকিং নিউজঃলকডাউনের মেয়াদ সম্ভবত ১৫ই জুন পর্যন্ত বাড়তে চলেছে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সুপার সাইক্লোন আমফানের ফলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ৮টি জেলার বিদ্যালয়। এছাড়াও অনেক বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে । তাই আপাতত এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন:স্কুল কলেজ খোলার কোনো অনুমতি দেওয়া হয়নিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নির্দিষ্ট সূচি অনুযায়ীই নেওয়া হবে বলে তিনি জানান । যদিও আমফানের জন্য বেশ কিছু উচ্চমাধ্যমিকের সেন্টারের পরিবর্তন হতে পারে। তবে চেষ্টা করা হচ্ছে সেগুলো যথাসম্ভব পরীক্ষার্থীদের বাড়ির কাছে করার। এক্ষেত্রে কলেজ গুলোকেও সেন্টার হিসেবে ব্যবহার করা হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584