নিজস্ব সংবাদদাতা , কোচবিহারঃ
সকাল থেকেই কোচবিহারে বনধের প্রভাব দেখা যাচ্ছে।

সরকারি বাস চালাতে গেলে বনধ সমর্থনকারীরা বাস আটকে দেয়।

প্রশাসনের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় আন্দোলনকারীদের।

কয়েক দফা দাবিতে আজ ২৪ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি।

সকাল থেকেই সেই ধর্মঘটের প্রভাব দেখা গেল কোচবিহারে।

এদিন বিক্ষোভকারীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস আটকাতে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

এরপরেই তাঁদের সাথে তুমুল বচসায় জড়িয়ে পরে আন্দোলনকারীরা।

সরকারি বাস আটকে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় পুলিশ তাঁদের সেখান থেকে সরাতে গেলে তাঁরা পুলিশকে বাঁধা দেয়।

এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা শহর। বুধবার কোচবিহার সুনীতি রোড সংলগ্ন ঘাসবাজার এলাকায় জেলা প্রশাসনের সাথে বচসায় জড়িয়ে পরে আন্দোলনকারীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584