নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সোমবার ইদ উৎসব। মূলত এই উৎসবকে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে এই বছর করোনা মোকাবিলায় লকডাউনের কারণে ব্যাহত হয়েছে এই উৎসব। প্রত্যেকটি মাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অন্য সম্প্রদায়ের মানুষের ভিড় থাকতো চোখে পড়ার মতো।
কিন্তু এই বছর রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে সবাইকে দূরত্ব বজায় রেখে উৎসব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির খাগড়াবানি ইদগায় চলছে সামাজিক দূরত্ব মেনে ইদ উৎসব পালন। এদিন সকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি আধ ঘণ্টা অন্তর পনেরো থেকে কুড়ি জনের জামাত করে ইদের নামাজ পড়ানো হচ্ছে এইদিন।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলেন উত্তর দিনাজপুরের দু’জন ‘করোনা জয়ী’
অন্যদিকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বাসভবন থেকে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বর্তমানে মহামারি ভাইরাসের জন্য অনেকটাই ব্যাহত হয়েছে এই উৎসব।তবে নিজেদের শারীরিক দিকটা লক্ষ্য রেখে সমদূরত্ব বজায় রেখে যাতে সকলে উৎসবকে পালন করে, সেই উদ্দেশ্যেই ভিডিও বার্তা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584