নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে যশোহরি আনোখা ১ নং এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মোট ৫ জনকে গ্রেফতার করল।
শনিবার বিকেলে কান্দি মহকুমা পুলিশ আধিকারিক কুমার সানী রাজ সাংবাদিক বৈঠকে জানান, বেশ কিছু দিন ধরেই কান্দি থানা এলাকায় নতুন সাইকেল চুরি এবং বড়ঞা থানা এলাকায় বেশ কিছু মোটর বাইক চুরি হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
পুলিশ তদন্ত শুরু করে সাইকেল ও মোটর বাইক উদ্ধার করে । পাশাপাশি কান্দি থানার যশোহরি এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়িত হওয়া ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করে এবং বড়ঞা থানা এলাকায় ৩ জনকে গ্রেফতার করে ৷
পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় কান্দি থানার ৩ জনকে ও বড়ঞা থানার ১ জনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ সবুজায়নের লক্ষ্যে রামনগরে বৃক্ষরোপণ
নবগ্রাম ও খড়গ্রাম সহ জেলার বিভিন্ন জায়গায় এই চক্র জড়িত আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584