নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ
মোক্ষম অস্ত্র রাজ্যপালের অভিনন্দন-বার্তা। এই অভিনন্দন-বার্তা দেখিয়েই বিশ্বাস অর্জন করে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা। বর্ধমানে এমনই এক প্রতারণা চক্রে জড়িত সন্দেহে পালশিটের একটি হোটেল থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি।
অভিযোগকারীরা জানান, রাজ্যপালের একটি অভিনন্দন-বার্তা দেখিয়ে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করতো এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে টাকা নিয়েছে এই প্রতারকরা। এরপর মেডিক্যাল পরীক্ষার নামেও টাকা নেওয়া হয়। প্রশিক্ষণও দেওয়া হয়।
আরও পড়ুনঃ কর্ণাটক সহ আট রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির
গতকাল পালশিটের একটি হোটেলে শপথবাক্য পাঠ করানোর নামে বেশ কয়েকজনকে ডাকা হয় এবং ফের টাকা চাওয়া হয়। তাতে সন্দেহ হয় তাঁদের। অভিযোগ পেয়ে পৌঁছয় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় ৮ জনকে। তারা সকলেই ওই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলেই পুলিশের ধারনা। জানা গিয়েছে ২০১৮ সাল থেকেই সক্রিয় এই প্রতারণা চক্রটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584