নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পালপাড়া এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ।
উদ্ধার করে প্রচুর পরিমাণে নকল মদ। চলতি মাসে এই নিয়ে পরপর দু’বার লক্ষাধিক টাকার মদ উদ্ধার হল বিধাননগর এলাকা থেকে।
এই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুধীর বসাক(২১), চন্দন বসাক(৩০), সজন কুমার বসাক(২০), কানিয়া বসাক (৪২), বিষ্ণুলাল বসাক(৩০), সঞ্জয় বসাক(২৯), গোবিন বসাক(৩৩) ও গৌতম কুমার শর্মা(২৩)। ধৃতরা প্রত্যেকেই পুর্ণিয়ার বাসিন্দা।
আরও পড়ুনঃ হিলিতে গ্রেফতার দুই গরু পাচারকারী
এই বিষয়ে গ্রামীণ ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পালপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নকল মদ, কাঁচা স্পিরিট, স্টিকার, বোতল ও বোতলের ছিপি।
এ দিন ধৃতদের আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া নকল মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে, নকল মদ বিহারে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584