নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন রায়গঞ্জ পুর এলাকার দুইজন। তাঁদের বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর ও বিধাননগর এলাকায়।মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে তাদের ছুটি দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের গাড়ি করে তাঁরা বাড়ির দিকে রওনা দেন।
রায়গঞ্জ কোভিড হাসপাতালের এক আধিকারিক বলেন, ‘একে একে সকলেই সুস্থ হচ্ছেন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দু’জন। তাঁদের মধ্যে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ,অপরজন পরিচারিকার কাজ করেন। এই মূহুর্তে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ৪৮ জন ভর্তি রয়েছেন।
আরও পড়ুনঃ মৌসমের বাড়ির সামনে মমতার ভার্চুয়াল সভা
’ অন্যদিকে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট)-এ নতুন করে ৮ চিকিৎসাকর্মীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সিসিইউ বিভাগে কর্মরত ওই ৮ জন চিকিৎসাকর্মীকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউ-এর কর্মীরা করোনা সংক্রামিত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। আপাতত সিসিইউ বন্ধ রাখা হয়েছে। এছাড়া সিসিইউ লাগোয়া ডায়ালিসিস বিভাগও বন্ধ রাখা হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, সিসিইউ বিভাগে ৪ জন ডাক্তার, ১৬ জন নার্স ১০ জন স্বাস্থ্যকর্মী ও ৪ জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের লালা রসের নমুনা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৮জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, আতঙ্কের কোনও কারণ নেই। প্রত্যেকেই সুস্থ হয়ে উঠবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584