নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জে ৮ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়ে রবিবার রাতে বাড়ি ফিরেছেন।এদিন রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে ওই রোগীদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩জন নার্স এবং ১জন রায়গঞ্জ থানার পুলিশ অফিসার রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের গাড়িতে তারা বাড়ি ফিরেছেন।
রায়গঞ্জ কোভিড হাসপাতালের সুপার দিলীপ কুমার গুপ্তা জানিয়েছেন, “একজন প্রসূতি মা ও ৪ দিনের নবজাতকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ২জন পুলিশ অফিসারের স্ত্রী রবিবার করোনা পজিটিভ আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে মোট ৬০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন”।
আরও পড়ুনঃ কোলাঘাটে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকরা
এখনও পর্যন্ত কোভিড হাসপাতালে ৫০২ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। তবে কোভিড হাসপাতালের নার্সিং সুপার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।
এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের এক স্বাস্থ্যকর্মীর অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, রায়গঞ্জের কোভিড হাসপাতালে ৪৮ ঘন্টার মধ্যে ৩ জনের মৃত্যু হওয়ায় জেলায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584