মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মোড় ঘুরতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। সূত্রের খবর, ঘটনায় আহত হয়েছেন প্রায় ১২ থেকে ১৫ জন যাত্রী। চলছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ, বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে সুই গোয়ারির কাছে মোড় ঘুরতে গিয়ে একটি খাদে পড়ে যায় পড়ে যায় বাসটি। সেইসময় স্থানীয় বাসিন্দারা বাসটি পড়ে যেতে দেখেই পুলিশে খবর দেয় এবং উদ্ধারকাজ শুরু করে। খাদে পড়ে যাওয়া বাসটির ভিতর থেকে এখনও পর্যন্ত মোট আটটি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে আপাতত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
Jammu and Kashmir | 8 persons dead, several injured as a mini bus travelling from from Thathri to Doda fell into a gorge. Rescue operation underway: Additional SP, Doda pic.twitter.com/7UaRDGOV5i
— ANI (@ANI) October 28, 2021
উপত্যকা অঞ্চলের এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের ডোডার থাতরির কাছে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে আমি মর্মাহত। এই শোকের মুহুর্তে, আমি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি প্রার্থনা করি যে যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
Saddened by the road accident near Thatri, Doda in Jammu and Kashmir. In this hour of grief, I convey my condolences to the bereaved families.
I pray that the people who have been injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 28, 2021
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the accident in Jammu and Kashmir. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 28, 2021
আরও পড়ুনঃ কেরলে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জন গর্ভবতী মহিলার, আতঙ্কে প্রাণ হারিয়েছেন ১৪৯ জন
এছাড়াও, এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে জম্মু-কাশ্মীরে আজ যাঁরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।” এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584