নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
অগ্নিকান্ডে পুড়ে ছাই আটটি বাড়ি।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাড়িতে থাকা সমস্তই পুড়ে ছাই হয়েছে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের ধরমুটোলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, পৈতৃক ভিটাতে চার ভাই সহ পরিবারে বসবাস করেন।বড়ো ভায়ের নাম ইন্দ্রজিৎ মন্ডল।বর্তমানে চার ভাই ভিনরাজ্যে কাজে রয়েছে।সোমবার দুপুর নাগাদ নজরে পড়ে ঘর থেকে দাউদাউ করে জ্বলছে আগুন। বাড়ির সমস্ত সদস্যকে উদ্ধার করা সক্ষম হলেও পুড়ে যায় বাড়ির সমস্ত কিছু।স্থানীয় মারফৎ খবর যায় মানিকচক থানায় সাথে দমকল বিভাগে।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় একটি পুকুর থেকে পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে তৎপর হন।রান্নাঘর থেকেই এই আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
লক্ষাধিক পরিমানে নগদ টাকা,খাদ্যশস্য,আসবাপত্র,সোনা গয়না,জরুরি নথিপত্র সমস্তই পুড়ে ছাই হয়েছে।আটটি বাড়ির কিছুই বাঁচেনি।বাড়ির এক ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।তার সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়েছে।ঘটনায় কোনো মানুষ হতাহত না হলেও ক্ষতির পরিমাণ ৮-১০ লক্ষ টাকা বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584