নিজস্ব সংবাদদাতা, নিউজফ্রন্ট:-
ইটাহার থানার সুলিয়াপাড়া এলাকা। জানা গিয়েছে, রাত ২ টা নাগাদ ইটাহার থানার সুলিয়াপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জমুখী একটি পাথর বোঝাই দশচাকার লরির সঙ্গে মালদামুখী একটি খালি দশ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই গাড়ির চালক ও খালাসি আহত হন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ও রায়গঞ্জের দমকল বাহিনী।
অন্যদিকে এদিন ইটাহার থানার কুকড়াকুন্ডা এলাকায় মালদামুখী একটি ট্যাক্সির সঙ্গে রায়গঞ্জমুখী একটি দশ চাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার জেরে ট্যাক্সিতে থাকা চালক সহ চার জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে জাতীয় সড়ক সাময়িক ভাবে অবরুদ্ধ হয়ে পড়লেও ইটাহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক গাড়িটি পালিয়ে গেলেও পরে পুলিশ গাড়িটি আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর অঞ্চলের সাদাপুর গ্রামের একটি পরিবার রায়গঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে কুকড়াকুন্ডা হয়ে বাড়ি যাবার জন্য ট্যাক্সিটি ভুল রুট দিয়ে আসছিল। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পুলিশ ঘাতক গাড়িগুলি আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584