নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। আক্রান্তদের মধ্যে মানিকচকের ৫ জন, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের একজন, কালিয়াচক-২ ব্লকের একজন ও চাঁচল-২ নম্বর ব্লকের একজন রয়েছেন। আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পরেই আক্রান্তদের চিহ্নিত করে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মালদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬। মালদহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় জেলা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত গোডাউন
এদিকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিআরডিএলে সংগৃহীত লালারসের নমুনার সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় জমে থাকা নমুনার চাপও ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে ল্যাবে ২৬০৮টি নমুনা জমে রয়েছে। ওই নমুনাগুলি সময়মত পরীক্ষা করতে না পারলে সেগুলি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। রবিবার নতুন করে আরও ৯৩২টি নমুনা এসেছে পরীক্ষাগারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584