প্রীতম সরকার, রায়গঞ্জঃ
কোয়ারেন্টাইনে রাখা শ্রমিকদের নিয়ে মহা বিপদে পড়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন।কলকাতা থেকে পায়ে হেঁটে ইসলামপুর ফেরার পথে ৮ জন শ্রমিককে রায়গঞ্জে আটক করে পুলিশ। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা নিজের বাড়ি ফিরছিলেন বলে পুলিশকে জানান।
তবে কথা শুনে পুলিশ তাদের ১৪ দিনের জন্য কালিয়াগঞ্জ হাসপাতালের করোনা কোয়ারেন্টাইনে পাঠায়। কোয়ারেন্টাইনে থাকার সময় এই আটক ৮ শ্রমিকের মর্জি মতো দাবি দাওয়া মেটাতে কার্যত নাজেহাল অবস্থা হয় স্বাস্থ্যকর্মীদের।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মাস্ক বিলিকে কেন্দ্র করে রায়গঞ্জ থানায় অভিযোগ পুরপিতার
তবে স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, ‘তারা এমন হাবভাব করছে, যেন কোথাও বেড়াতে এসেছে। কোয়ারেন্টাইনে থাকা রোগীদের জন্য বরাদ্দ ডিমের ঝোল আর ভাত। সেই খাবার তারা খেতে অস্বীকার করছে’। এদিকে কোয়ারেন্টাইনে থাকা আট রোগীদের দাবি, ডিমের ঝোল আর ভাত খাবেন না।
প্রতিদিন তাদের ভাতের সাথে মাছ বা মাংস খাওয়াতে হবে। তারই মধ্যে একজন তো প্রতিদিন তিন বোতল করে মিনারেল ওয়াটারের দাবি তুলেছে। এছাড়াও তাদের প্রত্যেকের জন্য টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি, আয়না দেওয়ারও দাবি করেছে।
শুধু এখানেই শেষ নয়, পরিস্কার থাকার অজুহাতে নিজেদের জন্য নতুন জামা কাপড়েরও দাবি তুলেছে তারা। এহেন এদের আচরনে কার্যত বিপর্যস্ত স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে অবশেষে স্বাস্থ্যকর্মীরা জেলা স্বাস্থ্য দফতরে দ্বারস্থ হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584