ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মী প্রাণ হারালেন উত্তরপ্রদেশের কানপুরে।
বিকাশ দুবে নামক প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য যার বিরুদ্ধে ৫৩ টি খুনের মামলা রয়েছে, তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে এই ভয়ানক হামলার সম্মুখীন হয় পুলিশ বাহিনী। মৃত্যু হয় ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র, একজন সাব ইন্সপেক্টর সহ ৮ পুলিশকর্মীর। জানা গেছে এই ঘটনায় আরও ১২ পুলিশকর্মী আহত হয়েছেন।
Eight Policemen who lost their lives after being fired upon by criminals in Kanpur today are — CO Devendra Kumar Mishra, SO Mahesh Yadav, Chowki Incharge Anup Kumar, Sub-Inspector Nebulal, Constables Sultan Singh, Rahul, Jitendra and Bablu.
— ANI UP (@ANINewsUP) July 3, 2020
দুষ্কৃতীর লুকিয়ে থাকার খবর পেয়ে
কানপুর দেহাতের শিবলী থানা এলাকার বিকরু গ্রামে পুলিশ বাহিনী চারদিক ঘিরে ফেললে ৮-১০ জন দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
কানপুর জোনের এডিজি জৈন নারায়ণ সিং ৮ পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। জানা গেছে আহত পুলিশ কর্মীদের রেজেন্সি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে তৎকালীন উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।
ইতিমধ্যে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584