শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় এবং রাজ্যের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ১৮ জন সাংসদ আজ পার্লামেন্টের গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন।
আরও পড়ুনঃ বেতন কাঠামো ঘোষণার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি গ্রামীণ সম্পদকারীদের
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায়, বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার-সহ বিজেপির ১৮ জন সংসদ সদস্য।
আজ তারা দক্ষিণ দিনাজপুর জেলায় ঘটে যাওয়া জবা রায়ের ধর্ষণ ও খুনের ঘটনা, প্রমিলা বর্মণের ধর্ষণ ও খুনের ঘটনা এবং দক্ষিণ দিনাজপুর জেলার সাম্প্রতিক স্কুল শিক্ষিকা নিগ্রহের ঘটনা-সহ পশ্চিমবঙ্গে ঘটতে থাকা বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584