নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আগামী ১৫-১৬ ডিসেম্বর জাহালদায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান মঞ্চের জেলা সম্মেলন।তার আগে বিজ্ঞান মঞ্চের আঞ্চলিক শাখা গুলির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর পূর্ব গ্রামীণ বিজ্ঞান কেন্দ্রের অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সকালে সংগঠনের বার্জটাউনস্থিত জেলা দপ্তরে প্রয়াত শংকর চক্রবর্তী মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে শুরু পূর্বে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।সংগঠনের পতাকা উত্তোলন,শোক প্রস্তাব উত্থাপনের পাশাপাশি সভার কাজ পরিচালনা করেন মেদিনীপুর গ্রামীণ পূর্ব কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী তথা সংগঠনের জেলার কার্যকারী সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য্য।তিনি বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান আন্দোলন কিভাবে প্রসারিত হচ্ছে এবং এক্ষেত্রে কি কি বাধা আসছে তা আলোচনা করেন।তিন সবাইকে দৈনন্দিন জীবনে আরো বেশি করে বিজ্ঞান চেতনা প্রসারের বিষয়ে উদ্যোগী হতে আহ্বান জানান। সম্পাদকীয় প্রতিবেদন পেশের পাশাপাশি জবাবী ভাষণ দেন সম্পাদক শান্তনু সিনহা।
বিজ্ঞান সচেতনতা ও পরিবেশ বিষয়ক চারটি প্রস্তাব উত্থাপন করেন কুলদীপ রায় চৌধুরী।সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন সাত জন প্রতিনিধি। সমাপ্তি ভাষন দেন সংগঠনের জেলা কমিটির সদস্য সন্টু ওঝা।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটি সদস্য চন্দ্রশেখর দাশ,দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা প্রমুখ। সম্মেলনে ৩৫ জন বিজ্ঞানকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে শেষে আগামী তিন বছরের কাজের জন্য ২৫ সদস্যদের নতুন কমিটি গঠিত হয়।জেলা সম্মেলনের প্রতিনিধি হিসেবে চারজন সদস্যদের নাম ঘোষিত হয়। নতুন কমিটিতে পুনরায় সভাপতি পদে সুদীপ কুমার খাঁড়া ও সম্পাদক পদে শান্তনু সিনহা নির্বাচিত হন।কার্যকারী সভাপতি ও কোষাধ্যক্ষ হন যথাক্রমে পার্থসখা গোস্বামী ও কুলদীপ রায় চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584