শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
অ্যালবার্ট আইনস্টাইনের থিয়োরি অফ রিলেটিভিটি-র পান্ডুলিপি রেকর্ড দামে বিক্রি হল প্যারিসের নিলামে। ৫৪ পাতার ওই পাণ্ডুলিপিটি ঘিরে নিলামের শুরু থেকেই ব্যাপক কৌতুহল ছিল মানুষের মনে।
আন্দাজ করা হয়েছিল হয়তো বা সাড়ে তিন মিলিয়ন ডলারের কাছাকাছি দাম উঠতে পারে পাণ্ডুলিপিটির। কিন্তু শেষ পর্যন্ত সকলকে হতবাক করে রেকর্ড দামে বিক্রি হয়েছে পান্ডুলিপিটি, ১৩ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ৯৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার টাকা। ব্রিটিশ নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ জানিয়েছে, পাণ্ডুলিপির ক্রেতার নাম গোপন রাখা হয়েছে।
তবে পাণ্ডুলিপির গোটাটাই আইনস্টাইনের হাতে লেখা নয়। প্রথম ২৬ পাতা নোবেলজয়ী বিজ্ঞানীর স্বহস্তে লেখা, বাকি অংশ লিখেছিলেন তাঁর বন্ধু মিশেল বেসো। বেসোর উদ্যোগেই সংরক্ষিত হয়েছিল পাণ্ডুলিপিটি। অ্যাস্ট্রোফিজিসিস্ট এটিন্নে ক্লেইন বলেছেন, রাতারাতি তাঁর জগদ্বিখ্যাত থিয়োরিকে প্রমাণ করতে পারেননি আইনস্টাইন তার প্রমাণ ছড়িয়ে রয়েছে পান্ডুলিপির ছত্রে ছত্রে। নোবেলজয়ী বিজ্ঞানীকে যে কি দীর্ঘ বিজ্ঞান সাধনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার প্রমাণ রয়েছে ওই পাণ্ডুলিপি জুড়ে।
আরও পড়ুনঃ মোদি-মমতা বৈঠকে বিএসএফ থেকে শুরু করে টিকা, আলোচনায় এসেছে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া
ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ জানিয়েছে, আইনস্টাইন তাঁর কাজের প্রাথমিক খসড়া সংরক্ষণ করতেন না। কাজ হয়ে গেলেই তা নিক্ষিপ্ত হত বাজে কাগজের ঝুড়িতে। এই পাণ্ডুলিপিটির গতিও তাই হয়েছিল। ক্রিস্টিজের দাবি, বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নথি এটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584