‘নিজেদের জয়ী ভেবে ফেলেছিল ভারত’, কেন্দ্রকে কটাক্ষ মার্কিন ভাইরোলজিস্ট ফসি-র

0
155

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ পেরিয়েছে, সারা বিশ্বে আর কোথাও এই সংখ্যায় যায়নি সংক্রমণ। তার সাথে ওষুধ, অক্সিজেন, হাসপাতালের বেড, সবেরই আকাল। কার্যত বহু রাজ্যে ভেঙ্গে পড়ার মুখে চিকিৎসা পরিষেবা।
এই পরিস্থিতি থেকে বাঁচতে একটাই উপায় কয়েক সপ্তাহের সম্পূর্ণ লকডাউন, এমনটাই মত বিশ্ব খ্যাত মার্কিন ভাইরোলজিস্ট এন্টোনি ফসি-র।

Anthony Fauci | newsfront.co
এন্টোনি ফসি ।ছবি সৌজন্যেঃ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এছাড়া ভারতের দ্রুত ছন্দে ফেরাকেও দোষী সাব্যস্ত করলেন তিনি। তাঁর মতে খুব তাড়াতাড়ি নিজেদের জয়ী ভাবার ফল ভুগছে ভারত। জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফসি বলেন, শুধু লকডাউন নয় অক্সিজেন, ওষুধ, পিপিই কোন কিছুর ঘাটতি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে সরকারকে। এই প্রসঙ্গে চিনের উদাহরণও দেন তিনি।

আরও পড়ুনঃ ‘আজকের মধ্যে দিল্লিতে পৌঁছে দিতে হবে ৪৯০মেট্রিক টন অক্সিজেন’, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ আটকাতে টানা লকডাউনের পথে হেঁটেছিল তারাও। আনুষঙ্গিক ক্ষতি থাকলেও এই পরিস্থিতিতে লকডাউন এড়িয়ে ভারতে সংক্রমণ কমানো সম্ভব নয় বলেই মত তাঁর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here